Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা সজ্জিত Oppo K12 Plus
Oppo কোম্পানী নিয়ে এসেছে তাদের নতুন একটি স্মার্টফোন Oppo K12 Plus। ফোনটি বর্তমানে চীনে উন্মোচিত হয়েছে। Oppo K12 Plus ফোনটি 12জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্পের সাথে উপস্থিত হয়েছে। এটিতে একটি 6,400 mAh-এর ব্যাটারী আছে। কোম্পানীর নতুন হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা চালিত