চীনের বাজারে লঞ্চ করা হলো Oppo Reno 13সিরিজ।Oppo Reno 12সিরিজের সাফল্যের পর কোম্পানি এবার 13 সিরিজটি নিয়ে এসেছে।Oppo Reno 13সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে গঠিত।উভয় হ্যান্ডসেটের মধ্যে একই ধরনের স্পেসিফিকেশন লক্ষ্য করা যায়,শুধু কিছু ক্ষেত্রে তা পরিবর্তনশীল