Oppo Reno 15 Series 5G-এর টিজার ভিডিওতে সাদা ও নীল রঙের দুই ফোনকে দেখা গিয়েছে। নীল রঙের মডেলে গ্রেডিয়েন্ট ফিনিশ আছে। এটি নর্দান লাইটসের মতো দেখতে লাগছে। বেস Oppo Reno 15 ভ্যারিয়েন্টে 120x জুম ক্ষমতা-সহ পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে।
Oppo Reno 15C মডেলে সিরিজের বাকি দুই ফোনের মতো বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে। এর মধ্যে তিনটি ক্যামেরা ও 'রেনো ব্র্যান্ডিং' দেখা যাচ্ছে। হ্যান্ডসেটটি কম বাজেটে আসতে চললেও, ডিজাইনে প্রিমিয়াম ভাইব বজায় রাখতে পেরেছে।