দুটি ফোনেই রয়েছে Snapdragon 600 সিরিজের চিপসেট। Redmi Note 6 Pro ফোনে তুলনামুলক পুরনো Snapdragon 636 চিপসেট ব্যবহার হয়েছে। তবে Asus ZenFone Max Pro M2 ফোনে থাকছে অপেক্ষাকৃত শক্তিশালী Snapdragon 660 চিপসেট।
অন্যান্য হার্ডওয়্যারের মতোই Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও ব্যবহার হয়েছে একই 4,000 mAh ব্যাটারি। ফলে দুটি ফোনে একই রকম ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।