মঙ্গলবার লঞ্চ হল Google Pixel 4 আর Pixel 4 XL। আজ নিউ ইয়র্কের এক ইভেন্ট থেকে 2019 সালের দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করল Google। অন্যান্য Pixel ফোনের মতোই Google Pixel 4, Pixel 4 XL এর প্রধান আকর্ষণ ক্যামেরা।
মঙ্গলবার লঞ্চ হবে Google Pixel 4 আর Pixel 4 XL। মঙ্গলবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে গোটা বিশ্বের সামনে নতুন এই ফোন নিয়ে আসবে Google। Pixel 4 সিরিজের ফোনে থাকতে পারে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে।