জুন মাসে 25,000 টাকার মধ্যে কেনার জন্য সেরা পাঁচ স্মার্টফোন হল OnePlus Nord CE 4, Motorola Edge 60 Fusion, Poco X7, Redmi Note 14 Pro, ও Nothing Phone 3a।
ভারতের বাজারে বিগত বৃহস্পতিবার লঞ্চ করা হয়েছে একটি নতুন হ্যান্ডসেট সিরিজ-Poco X7 5G Series।সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে গঠিত হয়েছে যারমধ্যে একটি বেস-মডেল Poco X7 5G এবং অন্য একটি Poco X7 Pro 5G। উভয় হ্যান্ডসেটেই 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে এবং একটি 20-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে