পুজোর আগেই সস্তা হচ্ছে জনপ্রিয় এই Realme স্মার্টফোনগুলি
এই সেলে সস্তা হবে একাধিক জনপ্রিয় Realme স্মার্টফোন। এই ফোনগুলি হল Realme C2, Realme 2 Pro, Realme 3, Realme 3 Pro আর Realme 5 Pro। 4 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। একই সময়ে Amazon Great India Festival সেলে সস্তা হবে Realme U1।