বাজেট-ফ্রেন্ডলি সেগমেন্টে নতুন মডেল হিসাবে আগমন ঘটেছে Realme C71 স্মার্টফোনের। এতে পাওয়ারফুল 6,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সমর্থন করে। ভারতীয় মুদ্রায় দাম 10,000 টাকার মধ্যে। বডি স্ট্রাকচার শক্তিশালী করতে বিশেষ মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে।