itel VistaTab 30 ট্যাবে FHD+ রেজোলিউশনের 11 ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
Photo Credit: Itel
itel VistaTab 30 features a 11-inch FHD+ display
itel VistaTab 30 ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট-ফ্রেন্ডলি ট্যাবলেট যা বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির সঙ্গে দেশের বাজারে প্রবেশ করেছে। এই স্টাইলিশ ডিজাইনের ট্যাব 8 মিলিমিটার পুরু ও ওজন 550 গ্রাম। এতে 7,000mAh ব্যাটারি এবং FHD+ রেজোলিউশনের 11 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ট্যাবটি 4G কানেক্টিভিটির সঙ্গে এসেছে। itel VistaTab 30-এর অন্যান্য ফিচার্সের মধ্যে আছে ডুয়াল স্পিকার, অক্টা-কোর প্রসেসর, 12 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), মাল্টি-স্ক্রিন কোলাবোরেশন, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ইত্যাদি। চলুন নতুন ট্যাবলেটের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
itel VistaTab 30 ভারতে 11,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম। ট্যাবটি দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। ক্রেতারা ট্যাবের সঙ্গে 1,999 টাকা দামের লেদারব্যাক প্রটেক্টিভ কভার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। ডিভাইসটি স্পেস গ্রে ও স্কাই ব্লু রঙের বিকল্পে উপলব্ধ।
আইটেল ভিস্তাট্যাব 30-এর সামনে 11 ইঞ্চির বড় ডিসপ্লে আছে যা, ফুল-এইচডি+ রেজোলিউশন (1920 x 1,080 পিক্সেল), 450 নিট পিক ব্রাইটনেস, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ট্যাবটিতে Unisoc T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে। র্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত (4 জিবি ফিজিক্যাল + 8 জিবি ডাইনামিক) বৃদ্ধি করা যাবে।
এই নতুন ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh ব্যাটারি। এটি 10W চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। ছবি ও ভিডিও তোলার জন্য ব্যাক প্যানেলে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কল করার জন্য সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসে Android 13 OS প্রি-ইনস্টল করা আছে।
আইটেল ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) অরিজিত তলাপাত্র বলেছেন, "আমরা সবসময় বাস্তবধর্মী উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল বিভাজন কমানোর লক্ষ্যে অবিচল থেকেছি। VistaTab 30 তারই একটি জলজ্যান্ত উদাহরণ, যেখানে আমাদের পণ্যগুলো নতুন জেনারেশন, শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর, ও পরিবারের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।"
তিনি যোগ করেন, আইটেল-কে আমরা একটি ইকোসিস্টেম ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায়, যা তার বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পণ্যের পরিসরের মাধ্যমে তৃৃতীয়, চতুর্থ, ও পঞ্চম শ্রেণীর (টিয়ার) শহরের গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে টেকসই ও নির্ভরযোগ্য সমাধান প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February