ভারতে MIUI 11 আপডেট পাঠাতে শুরু করল Xiaomi। ফুল স্ক্রিন অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে MIUI 11। নতুন আপডেটের হাত ধরে একাধিক Xiaomi ডার্ক মোড পৌঁছে যাবে।
ভারতের Redmi K20 Pro গ্রাহকরা MIUI 10.4.8 স্টেবেল আপডেটের হাত ধরে Android 10 আপডেট ইনস্টল করতে পারবেন। নতুন অপারেটিং সিস্টেমের সাথেই যোগ হয়েছে নতুন ফুল স্ক্রিন জেসচার।