লঞ্চের আগেই প্রকাশিত হলো Redmi Note 14 5G-এর উপলব্ধতা
ভারতের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে শাওমি কোম্পানির Redmi Note 14 5G। এই হ্যান্ডসেটটির পাশাপাশি কোম্পানি আরও নতুন দুটি হ্যান্ডসেটও লঞ্চ করতে চলেছে। ভারতে এটি লঞ্চের আগেই কোম্পানি জানিয়েছে Redmi Note 14 5G হ্যান্ডসেটটি ভারতে অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। অন্যদিকে কোম্পানি এটির কিছু বৈশিষ্ট্যও প্রকাশ করেছে