মাত্র 13,999 টাকায় Realme 3 Pro লঞ্চ করে Xiaomi কে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে Realme। Realme 3 Pro তে দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ এর সাথেই থাকছে ফিচার প্যাকড অপারেটিং সিস্টেম আর শক্তিশালী Snapdragon 710 চিপসেট।
মাত্র 9,999 টাকায় Redmi Note 7 এর বেস ভেরিয়েন্ট পাওয়া যায়। এই দামে নিঃসন্দেহে এটাই অন্যতম সেরা স্মার্টফোন। Redmi Note 7 এ রয়েছে প্রিমিয়াম বিল্ড, দারুন ডিসপ্লে আর মধ্যমানের ক্যামেরা।
Realme 3 তে রয়েছে আধুনিক ডিজাইন, আকর্ষনীয় ক্যামেরা আর উজ্জ্বল ডিসপ্লে। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন শক্তিশালী প্রসেসার। তবে USB Type-C পোর্ট ব্যবহার করুলে আরও আকর্ষনীয় হতে পারত এই স্মার্টফোন।