Xiaomi জানিয়েছে নতুন এই 20,000 mAh পাওয়ারব্যাঙ্ক Redmi K20 Pro ও Redmi Note 7 Pro ফোন তিন বার সম্পূর্ণ চার্জ করা যাবে। iPhone 8 ফোন 7.2 বার চার্জ করবে এই পাওয়ারব্যাঙ্ক।
লঞ্চ হল Redmi Power Bank। 10,000mAh আর 20,000mAh ক্ষমতার দুটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। আপাতত শুধুমাত্র চিনে এই পাওয়ারব্যাঙ্ক পাওয়া যাবে।
Xiaomi জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7 টায় এই সেলে মোট 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে। এর মধ্যে 20 লক্ষের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। এত কম সময়ে এর আগে কখনো এই বিপুল পরিমান স্মার্টফোন বিক্রি করেনি Xiaomi।