জিও কোম্পানী তাদের কিছু নতুন আন্তর্জাতিক রিচার্জের পরিকল্পনার ঘোষণা করেছে। নতুন ISD কলের জন্য নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে। মিনিটের হিসেবে পরিকল্পনাগুলো চালু করা হয়েছে। মাত্র 39 টাকা থেকে শুরু হচ্ছে এই নতুন পরিকল্পনার সুবিধাটি। জিও কোম্পানীর পোস্টপেইড এবং প্রিপেইড গ্রাহকদের জন্য এটি উপলব্ধ আছে।