স্যামসাং গ্যালাক্সি ইভেন্টে প্রিমিয়াম AI ট্যাবলেট, Galaxy S25 সিরিজের নতুন মডেল সহ বেশ কিছু নতুন ডিভাইস আত্মপ্রকাশ করবে। Samsung Galaxy Tab S11 সিরিজ ও Galaxy S25 FE লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আবার কোম্পানির প্রথম ট্রাই-ফোল্ড ফোনও উন্মোচিত হতে পারে।
ইতিমধ্যেই এই সিরিজের Galaxy S11 আর Galaxy S11e ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছে। এবার Samsung Galaxy S11+ ফোন সম্পর্কে একাধিক তথ্য ইন্টারনেটে ফাঁস হয়ে গেল।
Samsung Galaxy S11 ফোনে Samsung Exynos 990 চিপসেট ব্যবহার হবে। এই চিপসেটে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফলে Samsung Galaxy S11 ফোনে এই ফিচার প্রত্যাশিত ছিল।
আগামী বছর লঞ্চ হতে পারে Samsung Galaxy S11। Galaxy S11 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 108MP প্রাইমারি সেন্সর থাকবে। এই ক্যামেরায় কোম্পানির ISOCELL HMX সেন্সর ব্যবহার হবে।