Samsung Galaxy Tab S11 এবং Tab S11 Utra যথাক্রমে 8,400mAh ও 11,600mAh ব্যাটারি দ্বারা চালিত।
Samsung Galaxy Tab S11 Ultra কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ ট্যাবলেট
Samsung Galaxy S25 FE আজ অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে Samsung Galaxy Tab S11 সিরিজেরও আগমন ঘটেছে। Galaxy Tab S11 ও Galaxy Tab S11 Ultra উভয়ই MediaTek Dimensity 9400+ চিপসেট, 120 হার্টজ ডিসপ্লে, S Pen সাপোর্ট, ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে এসেছে। তবে সবচেয়ে বড় আপগ্রেড সফটওয়্যারে লুকিয়ে। Galaxy AI এবং DeX দু'টোই ব্যবহারকারীকে আরও বেশি উৎপাদনশীল বানানোর জন্য ডিজাইন করা হয়েছে। Galaxy Tab S11 ও Tab S11 Utra যথাক্রমে 8,400mAh ব্যাটারি এবং 11,600mAh ব্যাটারি দ্বারা চালিত।
Samsung Galaxy Tab S11 মডেলে 11 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। অন্যদিকে S11 Ultra ভেরিয়েন্ট আরও বড় 14.6 ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক AMOLED 2X স্ক্রিনের সঙ্গে এসেছে যার রিফ্রেশ রেট 120 হার্টজ ও উজ্জ্বলতা 1,600 নিট। ট্যাবগুলির IP68 রেটিং ধুলো ও জল থেকে সুরক্ষা প্রদান করে। দুই ট্যাবেই MediaTek Dimensity 9400+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত র্যাম ও সর্বাধিক 1 টেরাবাইট অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে।
জানিয়ে রাখি, চিপসেটটি TSMC এর লেটেস্ট 3এনএম ফ্যাব্রিকেশন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এটি আরও ভাল থার্মাল এবং পারফরম্যান্স অপ্টিমাইজেশন প্রদান করে। নতুন ট্যাবগুলি অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যারে চলে। কোম্পানি সাত বছরের OS এবং সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে। সঙ্গে ছয় মাসের জন্য বিনামূল্যে Google AI Pro সাবস্ক্রিপশন দেওয়া হবে। তাছাড়া, জেমিনাই লাইভ ও সার্কেল টু সার্চের মতো AI ফিচার্স থাকছে।
Samsung Galaxy Tab S11 সিরিজে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, তবে, Ultra ভেরিয়েন্ট একটি অতিরিক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর দিয়ে সজ্জিত। উভয় ডিভাইসেই 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Tab S11-এর 8,400mAh ব্যাটারি 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ে Tab S11 Ultra-র ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তবে এতে আরও শক্তিশালী 11,600mAh ব্যাটারি আছে। ট্যাবগুলিতে Galaxy S10 সিরিজের তুলনায় 10 শতাংশ বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে।
Samsung Galaxy Tab S11 এর 12 জিবি ও 128 জিবি স্টোরেজের বেস Wi-Fi মডেল 800 ডলারে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 70,400 টাকার সমান। অন্যদিকে, Galaxy Tab S11 Ultra ট্যাবলেটের দাম 1,200 ডলার থেকে শুরু হচ্ছে। টাকার অঙ্কে প্রায় 1,16,300। টপ 1 টিবি স্টোরেজ কিনতে খরচ হবে 1,620 ডলার (প্রায় 1,42,760 টাকা)। কোম্পানি ভারতে ট্যাবগুলির দাম শীঘ্রই ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series
Nari Nari Naduma Murari OTT Release: Know Where to Watch the Telugu Comedy Entertainer
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim
Strongest Solar Flare of 2025 Sends High-Energy Radiation Rushing Toward Earth