নতুন রঙে বাজারে এল Samsung Galaxy S9 আর Galaxy S9+
চিনে আইস ব্লু রঙে Galaxy S9 ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। শুধুমাত্র 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। 5,499 ইউয়ানে (প্রায় 57,000 টাকা) দামে চিনে পাওয়া যাবে আইস ব্লু Galaxy S9। অন্যদিকে Galaxy S9+ কিনতে খরচ হবে 6,499 ইউয়ান (প্রায় 67,400 টাকা)।