2025 সালের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7 লঞ্চ হবে। একইসাথে, Galaxy Watch 8, Galaxy Watch 8 Classic, Galaxy Watch Ultra (2025), এবং Galaxy Core Buds আসতে পারে।
Samsung Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7 এর লঞ্চ ইভেন্ট আগামী জুলাই 9 সকাল 10:00 টায় (ভারতীয় সময় সন্ধ্যা 7:30 টায়) শুরু হবে। ইভেন্টে Galaxy Z Flip FE এবং Galaxy Watch 8 সিরিজের উপর থেকেও পর্দা সরানো হতে পারে।