2023 সালে উন্মোচিত অখিল আকেনিনি অভিনীত Agent সিনেমাটি এবার OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। দীর্ঘ বিলম্বের পর অবশেষে Sony LIV প্লাটফর্মটি সিনেমাটিকে OTT আনার দ্বায়িত্ব নিয়েছে। আগামী 14 ই মার্চ থেকে এটি চারটি ভাষায় দেখা যাবে
2025 সালের 14-ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ভেঙ্কটেশ অভিনীত তেলেগু সিনেমা Sankranthiki Vasthunnam। সিনেমাটিতে ভেঙ্কটেশের পাশে অভিনয় করেছেন ঐশ্বর্য রাজেশ এবং মীনাক্ষী চৌধুরী। সম্প্রতি এই সিনেমাটি ডিজিট্যাল রিলিজের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। সিনেমাটি আগামী 1 মার্চ Zee5-এ রিলিজ করা হবে
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রক্ষা ভিরান দ্বারা পরিচালিত সিনেমা “পথুগাড্ডা”। সিনেমাটি অনেকদিন ধরেই আলোচনার বিষয় হয়ে আছে কারণ এটি 2024 সালেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছু বিশেষ কারণে এটি দেরিতে মুক্তি করা হচ্ছে। সবচেয়ে আগ্রহের বিষয় হলো এটি কোনো প্রেক্ষাগৃহে নয়, OTT প্ল্যাটফর্মে রিলিজ করা হতে চলেছে