“পথুগাড্ডা” সিনেমাটিতে মিউজিক কম্পোজ করেছেন “শ্রবণ ভরদ্বাজ”
Photo Credit: YouTube/etvtelguindia
30 জানুয়ারী, 2025 থেকে শুরু হওয়া ETV Win-এ Pothugadda স্ট্রিম
কিছু বিলম্বের পর শেষ পর্যন্ত “Raksha Veeran”-দ্বারা পরিচালিত অতি প্রত্যাশিত তেলেগু থ্রিলার সিনেমা “পথুগাড্ডা” আগামী 30সে জানুয়ারি OTT-তে ডেবিউ করতে চলেছে। এটি আসলে 2024 সালের নভেম্বর মাসে রিলিজ হওয়ার কথা ছিল। ফিল্মটির প্রিমিয়ার পোঙ্গল উৎসবের সাথে সামঞ্জস্যের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল, এরপর এর ডিজিটাল মুক্তির তারিখ নিশ্চিত করা হয়। এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্লটের সাথে একটি প্রেমের গল্পকে, সিনেমাতে তুলে ধরা হয়েছে, যেখানে এক যুগলের রোমান্টিক ছুটি কাটানোর সময় বাস ছিনতাই হয়ে যায় এবং তাদের এই ছুটি, বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হয়, যা তাদের পরবর্তী ক্ষেত্রে বিপদ এবং ষড়যন্ত্রের জালে নিয়ে যায়।
সিনেমাটি OTT প্ল্যাটফর্ম ETV Win-এ এক্সক্লুসিভ ভাবে প্রিমিয়ার হবে। কিছু বিলম্বের সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত সিনেমাটি 2025 সালের 30সে জানুয়ারি মুক্তি পাওয়ার জন্য তৈরি। কোনো কারণ ছাড়া এই বিলম্বগুলি দর্শকদের মধ্যে আরো উত্তেজনা বাড়িয়ে তুলেছে, যার ফলে এটির OTT রিলিজ করা হচ্ছে এবং এটি ইভেন্টে পরিণত হয়েছে।
পথুগাড্ডার ট্রেলারে গভীর ও টানটান গল্পের কিছু ঝলক দেখা যায়, যা দর্শকদের মধ্যে নানা ধরনের আবেগের ওঠাপড়ার অভিজ্ঞতা দেবে। একটি রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে রোমান্টিক যাত্রার মিলিত রূপ তুলে ধরা হয়েছে এই গল্পে, যারফলে একেবারে উচ্চ পর্যায়ের ড্রামায় পরিণত হয়েছে। গল্পটি আসলে একজন যুবক যুবতীকে নিয়ে, যারা রোমান্টিক ছুটি কাটানোর উদ্দেশ্যে রওনা দেয় এবং হটাৎ কিছু অজানা ব্যক্তিদের দ্বারা তাদের বাস ছিনতাই হয়ে যায় এবং গল্পটি ভয়ংকর মোড় নেয়। রোমান্টিক যাত্রার গল্প হঠাতই বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হয়। এক সময় যেটা শুধু এক রোমান্টিক যাত্রার অনুভব ছিল, তা ধীরে ধীরে রাজনৈতিক চক্রান্ত ও বিপদের মধ্যে টিকে থাকার এক মরিয়া লড়াইয়ে পরিণত হয়। সিনেমাটির ট্যাগলাইন “A Tale of Love” সিনেমাটির আবেগের গভীরতাকে হাইলাইট করেছে এবং এর সাথে পরিপুরকভাবে অ্যাকশন দৃশ্যও আছে।
সিনেমাটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে “শত্রু” এবং “প্রশান্ত কার্থী”কে। সহ-ভূমিকায় নবাগত “বিসময়া শ্রী”, ‘ভেঙ্কি', ‘প্রুধভি দণ্ডমুদি' এবং ‘আদভিক বন্দারুকে' দেখা যাবে। পরিচালক ‘Raksha Veeran' এটির স্ক্রিন-প্লে ও পরিকল্পনা করছে। অন্যদিকে ‘অনুপমা চন্দ্র' এবং ‘শরৎ চন্দ্র রেড্ডি' সিনেমাটির প্রযোজনায় আছেন। ‘রাহুল শ্রীবাস্তব' সিনেমেটোগ্রাফি নিয়ন্ত্রণ করেছেন এবং ‘শ্রবণ ভরদ্বাজ' সিনেমাটির মিউজিক কম্পোজ করেছেন। ‘মার্কাস এম', সুন্দরভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশকে বাড়িয়ে তুলে সিনেমাটিকে এক আকর্ষণীয় পটভূমি প্রদান করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November