Vivo S50 ও Vivo S50 Pro Mini নজরকাড়া ডিজাইন এবং দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ডিসেম্বর 15 লঞ্চ হবে। Vivo S50 মডেলে Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে, যেখানে S50 Pro Mini আরও শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেটের সঙ্গে আসছে।
Vivo S50 মডেলটি 90W ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটিতে 6.59 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এতে মেটাল মিড-ফ্রেম ব্যবহার করা হবে। ফোনের পিছনে পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।