BSNL VoWiFi ফিচার দুর্বল মোবাইল সিগন্যালযুক্ত এলাকায় ওয়াই-ফাই বা ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে কল পরিষেবা চালু রাখে। সবথেকে বড় সুবিধা হল, Wi-Fi ব্যবহার করে কল করার জন্য কোনও অতিরিক্ত চার্জ বা খরচ বহন করতে হবে না।