Android ফোন লঞ্চের পরিকল্পনা করছে Microsoft: রিপোর্ট
এই ফোনের সম্পর্কে বিস্তারে কোন তথ্য পাওয়া যায়নি। যদিও এই ইঞ্জিনিয়ার জানিয়েছেন Windows 10 অপারেটিং সিস্টেমে এই ফোন চলবে না। Microsoft এর নতুন স্মার্টফোন লাইন আপ এ Android অপারাটিং সিস্টেম চলবে বলে জানা গিয়েছে।