Photo Credit: Reddit/ GroveStreetHomie (rotated)
9 অক্টোবর নিউ ইয়র্কে এক ইভেন্টে নতুন Pixel ফোন সহ একাধিক নতুন ডিভাইস লঞ্চ হরবে Google। এই ইভেন্টে লঞ্চ হবে নতুন Google Home Hub ডিসপ্লে সহ স্মার্ট স্পিকার আর নতুন জেনারেশানের Chromecast। এবার লঞ্চের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক রিটেল চেনে বিক্রি শুরু হল তৃতীয় জেনারেশানের নতুন Chromecast।
সম্প্রতি এক Reddit ব্যবহারকারী এক পোস্টে একটি Chromecastএর ছবি পোস্ট করেছেন। তবে এই Chromecast এখন বাজারে থাকা দ্বিনীত জেনারেশানের Chromecast এর থেকে দেখতে আলাদা। এই পোস্টে তিনি বলেন সিস্টেমে এই প্রোডাক্ট এখনো না নাসার কারনে চেক আউট কাউন্টারে এই ডিভাইস স্ক্যান করা যায়নি। তাই মনে করা হচ্ছে লঞ্চের আগেই দোকানে নতুন Chromecast সাজিয়ে ফেলেছেন দোকানের কর্মচারীরা।
তবে একাধিক ছবিতে নতুন Chromecast এই রিটেল চেনে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ইন্টারনেটেও একাধিক রিপোর্টে জানা গিয়েছে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক দোকানে দেখা গিয়েছে তৃতীয় জেনারেশানের নতুন Chromecast।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন