Honor Band 5 এর দাম 2,599 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। আজ থেকে Flipkart এ পাওয়া যাবে Honor Band 5।
Flipkart থেকে পাওয়া যাবে Honor Band 5
ভারতে লঞ্চ হল Honor Band 5। নতুন এই ফিটনেস ব্যান্ডে থাকছে একটি কালার ডিসপ্লে। এর সাথেই থাকছে 5ATM ওয়াটার রেসিস্ট্যান্ট, দশটি স্পোর্টস মোড, সাঁতার কাটার সময় স্ট্রোক ডিটেকশান, একাধিক ওয়াচ ফেস আর হার্ট রেট মনিটর। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। গত মাসে দুটি ভেরিয়েন্টে চিনে লঞ্চ হয়েছিল Honor Band 5।
Honor Band 5 এর দাম 2,599 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। আজ থেকে Flipkart এ পাওয়া যাবে Honor Band 5।
Honor Band 5 এ রয়েছে সম্পূর্ণ কালার ডিসপ্লে। এর সাথেই থাকছে দশটি স্পোর্টস মোড, সাঁতার কাটার সময় স্ট্রোক ডিটেকশান, একাধিক ওয়াচ ফেস আর হার্ট রেট মনিটর। কালো, নীল ও গোলাপী রঙে পাওয়া যাবে এই ফিটনেস ট্র্যাকার।
Honor Band 5 এ থাকবে একটি 0.95 ইঞ্চি OLED কালার টাচস্ক্রিন ডিসপ্লে। এক চার্জে 14 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড। থাকছে হার্ট রেট মনিটর আর স্লিপ মনিটর। সাইক্লিং, সুইমিং এর মতো অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে এই ফিটনেস ব্যান্ড। 50 মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফিটনেস ব্যান্ড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut