Apple AirPod লঞ্চের পর থেকে সব টেক কোম্পানি নিজেদের ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চের লাইন লাগিয়েছে। এবার বনতুন ওয়্যারলের ইয়ারবাড লঞ্চ করল চিনের টেক কোম্পানি Huawei। নতুন FreeBuds 2 Pro ইয়ারবাডে থাকছে 13 মিমি ড্রাইভার। চিনে Huawei FreeBuds 2 Pro ওয়্যারলেস ইয়ারবাডের দাম 999 ইউয়ান (প্রায় 10,400 টাকা)। ইতিমধ্যেই চিনে এই প্রোডাক্ট বিক্রি শুরু করেছে কোম্পানিটি। তবে ভারতে এই প্রোডাক্ট কবে আসবে তা জানা যায়নি।
Huawei FreeBuds 2 Pro ওয়্যারলেস ইয়ারবাড দেখতে অনেকটা Apple AirPod এর মতো। FreeBuds 2 Pro তে থাকছে লেটেস্ট Bluetooth 5.0 টেকনোলজি। ইয়ারফোনের সাথেই থাকবে একটি কেস। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জে 2.5 ঘন্টা ব্যবহার করা যাবে FreeBuds 2 Pro। ইয়ারবাড সরাসরি চার্জ না করা গেলেও এই কেসটি চার্জ করা যাবে। একবার কেস ফুল চার্জ করার পরে 15 ঘন্টা ব্যবহার করা যাবে এই ওয়্যারলেস ইয়ারবাড।
ওয়্যারলেস চার্জিং এর মাধ্যমে চার্জ করা যাবে Huawei FreeBuds 2 Pro ওয়্যারলেস ইয়ারবাডের কেস। Huawei Mate 20 Pro ফোন থেকেও এই কেস ওয়্যারলেস চার্জ করা যাবে। প্রত্যেক ইয়ারবাডে দুটি করে (মোট চারটি) মাইক্রোফোন থাকবে।
Huawei FreeBuds 2 Pro ওয়্যারলেস ইয়ারবাডের প্রধান আকর্ষন বোন কন্ডাক্টিভিটি। এই ফিচার ব্যবহার করে গ্রাহককে চিনে নেবে এই ডিভাইস। এর ফলে গ্রাহকের কন্ঠস্বর খুব সহজেই চিনতে পারবে FreeBuds 2 Pro। আকর্ষন বোন কন্ডাক্টিভিটি ফিচার ব্যবহার করে ডিজিটাল পেমেন্টে ভয়েস অথেন্টিকেশান করা যাবে। আপাতত চিনে WeChat Pay আর Alipay ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে কাজ করবে এই ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন