JVC 32N3105C টিভিতে থাকছে ইন্টেলেচুয়াল ইউজার ইন্টারফেস। এর ফলে গ্রাহক যে ধরনের শো দেখতে পছন্দ করেন শুধুমাত্র সেই ধরনের শো এর সাজেশান পাঠাবে কোম্পানি।
11,999 টাকায় পাওয়া যাবে JVC 32N3105C
সম্প্রতি ভারতে কম দামে একের পর এক স্মার্ট টিভি নিয়ে এসেছে JVC। শুক্রবার 7,499 টাকা থেকে ছয়টি নতুন স্মার্ট টিভি লঞ্চ করল JVC। 24 ইঞ্চি থেকে 39 ইঞ্চি ডিসপ্লে সাইজে এই টিভি পাওয়া যাবে। Flipkart থেকে কেনা যাবে নতু JVC স্মার্ট টিভি। থাকছে ইন বিল্ট ব্লুটুথ আর স্মার্ট কানেক্টিভিটি। এর মধ্যে উল্লেখযোগ্য JVC 32N3105C। 11,999 টাকায় এই টিভি কেনা যাবে।
JVC 32N3105C টিভিতে থাকছে ইন্টেলেচুয়াল ইউজার ইন্টারফেস। এর ফলে গ্রাহক যে ধরনের শো দেখতে পছন্দ করেন শুধুমাত্র সেই ধরনের শো এর সাজেশান পাঠাবে কোম্পানি। এই টিভিতে রয়েছে 1366x768 পিক্সেল ডিসপ্লে।
এই টিভিতে থাকছে একটি 24W স্টেরিও স্পিকার। সাথে থাকছে 1GB RAM আর 8GB স্টোরেজ। থাকছে Miracast সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে তিনটি HDMI পোর্ট, দুটি USD পোর্ট, Wifi আর ইথারনেট কানেক্টিভিটি।
এছাড়াও লঞ্চ হয়েছে JVC 32N380C (9,999 টাকা), JVC 24N380C (7,499 টাকা), JVC 32N385C (11,999 টাকা), JVC 39N380C (15,999 টাকা) আর JVC 39N3105C (16,999 টাকা) টিভিগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto
iQOO Neo 11 With 7,500mAh Battery, Snapdragon 8 Elite Chip Launched: Price, Specifications