ভারতে Mi Power Bank - World Cup Edition এর দাম 999 টাকা। এই পাওয়ারব্যাঙ্কটি 14.2 মিমি চওড়া। পাওয়ার ব্যাঙ্কের ভিতরে রয়েছে বিশেষ লিথিয়াম পলিমার ব্যাটারি।
10,000 mAh ক্ষমতার পাওয়ারব্যাঙ্ক নিয়ে এসেছে Xiaomi
শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে এবার নতুন পাওয়ারব্যাঙ্ক নিয়ে এল Xiaomi। সাদা, কালো ও লাল রঙে বিক্রি হয় 10,000 mAh ক্ষমতার Mi Power Bank 2i। একই মডেল নীল রঙে বিক্রি শুরু হয়েছে। এই পাওয়ারব্যাঙ্কের রয়েছে ডুয়াল USB আউটপুট। কোম্পানি জানিয়েছে এই পাওয়ারব্যাঙ্কে বিশেষ ধরনের বেশি ঘনত্বের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার হয়েছে।
ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে এই পাওয়ারব্যাঙ্ক। ভারতে Mi Power Bank - World Cup Edition এর দাম 999 টাকা। এই পাওয়ারব্যাঙ্কটি 14.2 মিমি চওড়া। পাওয়ার ব্যাঙ্কের ভিতরে রয়েছে বিশেষ লিথিয়াম পলিমার ব্যাটারি। সম্পূর্ণ চার্জ করে Mi A1 ফোনকে 2.2 বার চার্জ করতে পারে এই পাওয়ারব্যাঙ্ক। iPhone 7 কে এই পাওয়ারব্যাঙ্ক 3.5 বার চার্জ করতে পারবে।
একসাথে একাধিক ডিভাইস চার্জ করার জন্য এই পাওয়ারব্যাঙ্কে থেকছে দুটি USB পোর্ট। যে কোন অ্যাডাপটার ব্যবহার করে Micro-USB পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে Mi Power Bank - World Cup Edition।
নীল রঙ ছাড়াও Mi Power Bank - World Cup Edition আর Mi Power Bank 2i এর মধ্যে কোন পার্থক্য নেই। 2017 সালের নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল Mi Power Bank 2i। এখন ভারতে Mi Power Bank 2i এর দাম 899 টাকা। ক্রিকেট বিশ্বকাপ এডিশনে এই পাওয়ারব্যাঙ্ক কিনতে অতিরিক্ত 100 টাকা খরচ করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India