বৃহস্পতিবার লন্ডনে এক ইভেন্টে নতুন Nokia 7.1 লঞ্চের সাথেই কোম্পানির একাধিক স্মার্টফোনে শিঘ্রই লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাওয়ার কথা জনিয়েছিল HMD Global। একই ইভেন্টে ট্রু ওয়্যারলেস ইয়ারবাড আর প্রো ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল Nokia।
Nokia ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের ওজন মাত্র পাঁচ গ্রাম। এছাড়াও কোম্পানির প্রথম নেকব্যান্ড স্টাইল প্রো ওয়্যারলেস হেডফোন লঞ্চ করেছে Nokia। এই হেডফোনে রয়েছে ভাইব্রেশান ফিচার। এছাড়াও একবার চার্জ করে Nokia প্রো ওয়্যারলেস হেডফোন দিয়ে দশ ঘন্টা গান শোনা যাবে।
Nokia ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম 129 ইউরো (প্রায় 10,900 টাকা)। অন্যদিকে প্রো ওয়্যারলেস হেডফোনের দাম 69 ইউরো (প্রায় 5,800 টাকা)। নভেম্বর মাসে ইউরোপে বিক্রি শুরু হবে এই দুটি ডিভাইস। ভারতে এই প্রোডাক্ট কবে লঞ্চ হবে তা জানায়নি HMD Global।
Nokia ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের ওজন মাত্র 5 গ্রাম। একবার চার্জ করে চার ঘন্টা গান শোনা যাবে এই ডিভাইসে। এই ওয়্যালেস ইয়ারবাড পকেটে এই ডিভাইস তিনবার ফুল চার্জ করা যাবে। থাকছে Bluetooth v5.0, IPx4 সাপোর্ট। এর ফলে ঘামে ভিজলেও ক্ষতি হবে না এই ইয়ারবাডে। এর সাথেই থাকবে USB Type-C পোসস্ট আর LED ইন্ডিকেটার। ছোট, মাঝারি ও বড় তিনটি আলাদা মাপে পাওয়া যাবে Nokia ট্রু ওয়্যারলেস ইয়ারবাড।
Nokia প্রো ওয়্যারলেস হেডফোনে একবার ফুল চার্জে দশ ঘন্টা গান শোনা যাবে। এই হেডফোনের ওজন 45 গ্রাম। এই ডিভাইসের চুম্বক থাকার কারনে ইয়ারবাড দুটি সবসময় একসাথে লেগে থাকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন