সেপ্টেম্বর মাসে টিভির দুনিয়ায় প্রবেশ করতে চলেছে OnePlus। আগামী মাসেই লঞ্চ হবে OnePlus TV। ইতিমধ্যেই এই টিভি সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়েছে চিনের কোম্পানিটি। সাম্প্রতিক ট্যুইটে OnePlus জানিয়েছে OnePlus TV তে থাকবে 55 ইঞ্চি QLED ডিসপ্লে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে 43 ইঞ্চি থেকে 75 ইঞ্চি ডিসপ্লে সাইজের মধ্যে লঞ্চ হবে OnePlus TV।
কোম্পানির অফি্যশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে OnePlus জানিয়েছে OnePlus TV তে থাকবে একটি 55 ইঞ্চি QLED ডিসপ্লে। 4K রেসোলিউশনে OLED ডিসপ্লের থেকে তুলনামুলক সস্তা QLED ডিসপ্লে। ইতিমধ্যেই ভারতে Amazon ওয়েবসাইটে OnePlus TV এর জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। কোম্পানির বিভিন্ন স্মার্টফোনের মতোই ভারতে শুধুমাত্র Amazon থেকে কেনা যাবে OnePlus TV। ইতিমধ্যেই OnePlus TV তে আগ্রহী গ্রাহকদের রেজিস্ট্রেশন নিতে শুরু করেছে Amazon।
সম্প্রতি OnePlus সিইও পিট লাউ Gadgets 360 কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হবে OnePlus TV। বাজারে Sony ও Samsung প্রিমিয়াম টিভির সাথে প্রতিযোগীতার সম্মুখীন হবে এই টিভি। আলাদা সেগমেন্টে লঞ্চ হওয়ার কারনে Xiaomi -র Mi TV সিরিজের সাথে OnePlus TV -র কোন প্রতিযোগীতা থাকবে না। তিনি আরও জানিয়েছেন OnePlus TV তে Android TV -এর সম্পঊর্ণ অভিজ্ঞতা পাওয়া যাবে। এখনও ভারতের বাজারে এই ধরনের Android TV লঞ্চ হয়নি। Google এর সাথে হাত মিলিয়ে এই টিভিতে Android TV ওপারেটিং সিস্টেম ব্যবহারের সাথেই তা খুব ভালো ভাবে অপ্টিমাইজ করা হয়েছে।
আগামী মাসে ভারতেই প্রথম টিভি লঞ্চ করবে OnePlus। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে 26 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে OnePlus TV। তবে এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি OnePlus। যদিও ইতিমধ্যেই কোম্পানির প্রধান জানিয়েছেন আগামী মাসেই ভারতে লঞ্চ হবে OnePlus এর প্রথম স্মার্ট টিভি। 43 ইঞ্চি থেকে 75 ইঞ্চি ডিসপ্লে সাইজে বিভিন্মন টিভি লঞ্চ করবে চিনের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন