OnePlus TV নামে লঞ্চ হবে কোম্পানির স্মার্টটিভিগুলি। নাম প্রকাশের সাথেই নতুন স্মার্ট টিভির লোগো প্রকাশ করেছে OnePlus। সেপ্টেম্বর মসে এই স্মার্ট টিভি লঞ্চ হতে পারে।
OnePlus TV নামে লঞ্চ হবে কোম্পানির প্রথম স্মার্ট টিভি
অনেক দিন ধরেই OnePlus স্মার্টটিভি নিয়ে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। শিঘ্রই বাজারে আসতে চলেছে এই প্রোডাক্ট। এবার নতুন এই টিভির নাম প্রকাশ করল চিনের কোম্পানি। OnePlus জানিয়েছে OnePlus TV নামে লঞ্চ হবে কোম্পানির স্মার্টটিভিগুলি। নাম প্রকাশের সাথেই নতুন স্মার্ট টিভির লোগো প্রকাশ করেছে OnePlus। সেপ্টেম্বর মসে এই স্মার্ট টিভি লঞ্চ হতে পারে।
“হ্যাঁ, কোম্পানির প্রথম স্মার্ট টিভি OnePlus TV নামে লঞ্চ হবে। আমরা মনে করি এটাই সেরা নাম।” অফিশিয়াল ফোরামে জানিয়েছে OnePlus।
গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম টিভি লঞ্চের ঘোষনা করেছিল OnePlus। স্মার্টফোনের মতো টিভির দুনিয়াতেও ঝড় তুলতে চাইছে চিনের কোম্পানিটি।
26 মেপ্টেম্বর লঞ্চ হতে পারে OnePlus TV। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে এই কথা জানানো হয়েছিল।
আপাতত ভারত, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে টিভি লঞ্চের পরিকল্পনা করছে OnePlus। 43 ইঞ্চি ও 75 ইঞ্চি ডিসপ্লের দুটি টিভি লঞ্চ হবে। শুধুমাত্র ভারতে 43 ইঞ্চি ভেরিয়েন্ট পাওয়া যাবে। চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হবে 75 ইঞ্চি ভেরিয়েন্ট।
তবে OnePlus টিভি তে ইলইডি ডিসপ্লে থাকতে পারে। তুলনামুলক কম দামে এই টিভি লঞ্চ হতে পারে। কয়েক বছর আগে কম দামে প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করে গোটা বিশ্বের গ্রাহকের নজর কেড়েছিল OnePlus। সম্প্রতি 48,999 টাকা দামে লঞ্চ হয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 7 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S27 Ultra Tipped to Launch With a Custom Snapdragon 8 Elite Series Chip