Oppo স্মার্টওয়াচের সঙ্গে Apple Watch ডিজাইনের সাদৃশ্য রয়েছে। নতুন স্মার্টওয়াচে কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে Oppo।
Photo Credit: Weibo/ Brian Shen
Oppo স্মার্টওয়াচে থাকছে কার্ভড গ্লাস ডিজাইন
অনেক দিন ধরেই বিভিন্ন রিপোর্টে Oppo-র স্মার্টওয়াচ তৈরির খবর সামনে আসছিল। বৃহস্পতিবার এই প্রোডাক্টের প্রথম ঝলক প্রকাশ করেছেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন। নতুন স্মার্টওয়াচের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে Oppo স্মার্টওয়াচের সঙ্গে Apple Watch ডিজাইনের সাদৃশ্য রয়েছে। নতুন স্মার্টওয়াচে কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে Oppo। স্মার্টওয়াচের ডান দিকে থাকছে ফিজিক্যাল বাটন।
অপটিকাল হার্ট রেট সেন্সর সহ ভারতে এল Huawei Band 4
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কোম্পানির প্রথম স্মার্টওয়াচের ছবি প্রকাশ করেছেন শেন। ছবি প্রকাশ করলেই এই ডিভাইসের নাম প্রকাশ করেননি তিনি। ছবিতে Oppo স্মার্টওয়াচে সোনালি রঙের মেটাল ফ্রেম দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে ক্রিম কালারের সিলিকন স্ট্র্যাপ। শেন জানিয়েছেন এটাই 2020 সালের সবথেকে সুন্দর স্মার্টওয়াচের তকমা ছিনিয়ে নিতে পারে। স্মার্টওয়াচের ওয়াচফেসে ডিজিটাল ঘড়ির নীচে রয়েছে একটি ফুলের ডিজাইন।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
চলতি মাসে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Oppo স্মার্টওয়াচে ইসিজি সাপোর্ট থাকবে। Apple Watch-এও এই ফিচার রয়েছে। 2020 সালের মার্চ মাসের আগে এই স্মার্টওয়াচ বাজারে আনবে Oppo। গত বছর Apple Watch ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে Mi Wach লঞ্চ করেছিল Xiaomi। একই পথে হেঁটে এবার স্মার্টওয়াচ লঞ্চ করবে Oppo।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series