গত বছর অগাস্ট মাসে ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছিল Sennheiser। এবার ভারতে এল Sennheiser Momentum True Wireless Earphones। ভারতে এই ইয়ারবাডের দাম 24,990 টাকা। কোম্পানির Momentum সিরিজের ইয়ারবাডে Bluetooth কানেক্টিভিটি যোগ করে এই ইয়ারবাড তৈরী করেছে Sennheiser। এই ইয়ারবাডের মাধ্যমে Siri বা Google অ্যাসিস্ট্যান্টের মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। একবার চার্জে চার ঘটা ব্যাক আপ দেবে Momentum True Wireless। তবে একটি চার্জিং কেসে নতুন এই ইয়ারবাড পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই কেসে চার্জ করে 12 ঘন্টা গান শোনা যাবে।
Bluetooth এর সাথেই Sennheiser Momentum True Wireless ইয়ারবাডে AAC কোডেক সাপোর্ট করবে। 7 মিমি ড্রাইভারে থাকবে Qualcomm aptX আর aptX লো ল্যাটেন্স সাপোর্ট। দুটি মাইকের মাধ্যমে রাস্তাঘাটে চলাফেরার সময় এই ইয়ারবাডে চারপাশের আওয়াজ শোনা যাবে। আগেই জানানো হয়েছে এই ইয়ারবাডের মাধ্যমে Siri বা Google অ্যাসিস্ট্যান্টের মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে।
একবার চার্জে চার ঘটা ব্যাক আপ দেবে Momentum True Wireless। তবে একটি চার্জিং কেসে নতুন এই ইয়ারবাড পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই কেসে চার্জ করে 12 ঘন্টা গান শোনা যাবে। Sennheiser Smart Control অ্যাপ ব্যবহার করে Android ও iOS ডিভাইস থেকে এই ইয়ারবাড কন্ট্রোল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন