Xiaomi এসে ভারতে টিভি বাজারের মানচিত্র বদলে দিয়েছে। রোজই অবিশ্বাস্য দামে লঞ্চ হচ্ছে LED টিভি। এবার 30,999 টাকায় 4K টিভি লঞ্চ করল Vu। অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে Vu Premium Android 4K TV।
চারটি আলাদা ডিসপ্লে সাইজে লঞ্চ হয়েছে Vu Premium Android 4K TV। 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি ও 65 ইঞ্চি ডিসপ্লের চারটি টিভি লঞ্চ করেছে Vu। এর চারটি টিভিতেই থাকছে 4K প্যানেল। এর সাথে থাকছে HDR 10, Dolbu Vision। এর ফলে এই টিভিতে আরও বেশি ডাইনামিক রেঞ্জ পাওয়া যাবে। চারটি টিভিতেই চলবে Android TV অপারেটিং সিস্টেম। চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।
এই টিভির রিমোটে Google Assistant ব্যবহারের জন্য আলাদা বাটন থাকছে। 43 ইঞ্চি টিভির দাম 30,999 টাকা। 50 ইঞ্চি মডেল কিনতে খরচ হবে 36,999 টাকা। 55 ইঞ্চি ও 65 ইঞ্চি মডেলের দাম যথাক্রমে 41,999 টাকা ও 64,999 টাকা।
এই সপ্তাহেই বাজেট সেগমেন্টে একাধিক 4K টিভি লঞ্চ করেছে Samsung। 43 ইঞ্চি Samsung Super 6 টিভির দাম 41,990 টাকা। 50 ইঞ্চি মডেলের দাম 51,990 টাকা। সবথেকে বড় 55 ইঞ্চি মডেলের দাম 61,990 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন