11 জুন বাজারে আসছে Mi Band 4। মঙ্গলবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই কথা জানিয়েছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ হবে।
2018 সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Mi Band 3
11 জুন বাজারে আসছে Mi Band 4। মঙ্গলবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই কথা জানিয়েছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ হবে। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে এসেছিল Mi Band 3। ভারতে Mi Band 4 লঞ্চের দিন জানা যায়নি। ইতিমধ্যেই গোটা দেশে 10 লক্ষের বেশি Mi Band 3 বিক্রি হয়েছে। তাই Mi Band 4 নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।
মঙ্গলবার চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Xiaomi জানিয়েছেন 11 জুন চিনে লঞ্চ হবে Mi Band 4। ইতিমধ্যেই এই ফিটনেস ব্যান্ডের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। টিজারে Mi Band 4 এ একটি কালার ডিসপ্লে দেখা গিয়েছে। এতদিন একাধিক রিপোর্টে পরবর্তী Xiaomi ফিটনেস ব্যান্ডে কালার ডিসপ্লে থাকার খবর সামনে এসেছিল।
![]()
11 জুন লঞ্চ হবে Xiaomi Mi Band 4
ছবি: Weibo
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Mi Band 4 এ একটি OLED কালার ডিসপ্লে থাকতে চলেছে। Mi Band 3 তে ছিল একটি মনোক্রোম OLED ডিসপ্লে। এছাড়াও Mi Band 4 এ থাকতে পারে আগের থেকে উন্নত হার্ট রেট সেন্সর।
এখনও Mi Band 4 এর দাম জানা যায়নি। ভারতে 1,999 টাকায় লঞ্চ হয়েছিল Mi Band 3। 11 জুন চিনে 199 ইউয়ান (প্রায় 1,999 টাকা) দামে লঞ্চ হতে পারে Mi Band 4।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mafia: The Older Country Is Getting a Free Update That Adds New Modes, Features and Races