Amazon Pay launches UPI biometric payments in India
Photo Credit: Amazon
ডিজিটাল যুগে অনলাইনে অর্থ লেনদেনের ক্ষেত্রে UPI নির্ভর হয়ে পড়েছে জনতা। ঝাঁ চকচকে শপিং মল, দামি রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাতের চায়ের ঠেক কিংবা বাড়ির পাশের পলেস্তারা খসা ছোট দোকান — অবাধে বিচরণ করছে সাদাকালো QR কোড ও UPI আইডির স্টিকার। বর্তমানে দেশজুড়ে ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 49 কোটি। আবার UPI লেনদেন করতে গিয়ে মাঝেমধ্যেই পিন ভুলে যান এমন মানুষের সংখ্যা কোটির কম নয়! তাই Amazon Pay ইউপিআই লেনদেনে বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করেছে। এর ফলে অ্যামাজনের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করার সময় পিনের প্রয়োজন পড়বে না।
অক্টোবরে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI) বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস' বা ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানোর সুবিধার কথা ঘোষণা করেছিল। স্যামসাং ওয়ালেট ও নাভি ইউপিআই-এর অ্যামাজন পে দেশের তৃতীয় পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যারা এই ফিচার চালু করেছে। জানিয়ে রাখি, এটি গুগল পে-এর মতো অ্যামাজনের ভিতরে আলাদা পেমেন্ট অ্যাপ হিসেবে কাজ করে।
Amazon Pay গ্রাহকরা চাইলে ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) এবং ফেসিয়াল রিকগনিশন (মুখ দেখিয়েই)-এর মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবে। বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচিতদের UPI আইডিতে টাকা পাঠানো, মার্চেন্ট পেমেন্ট, এবং ব্যালেন্স চেক করা সহ একাধিক কাজ করা যাবে। তবে 5,000 টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে পিন টাইপ করার প্রয়োজন হবে না। এর বেশি টাকার পেমেন্টে পিন দেওয়া বাধ্যতামূলক।
এক কথায়, স্মার্টফোন খুলতে যেমন ফিঙ্গারপ্রিন্ট লাগে অথবা মুখের সামনে ফোন ধরতে হয়, UPI-তে একই পদ্ধতিতে পিনের পরিবর্তে টাকা দেওয়ার সুবিধা মিলবে। অ্যামাজন দাবি করছে, নতুন ফিচার নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 90 শতাংশের বেশি লেনদেন নাকি পিনের পরিবর্তে বায়োমেট্রিক ভেরিফিকেশনের সাধ্যমে সম্পন্ন হচ্ছে। সংস্থার মতে, ছোট ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এই পদ্ধতি আরও বেশি সুবিধাজনক।
1. প্রথমেই Google Play Store থেকে Amazon অ্যাপ আপডেট করুন।
2. অ্যাপ খুলে নিচের নেভিগেশন বার বা হোমপেজে থাকা Amazon Pay আইকনে ট্যাপ করুন।
3. তারপর Amazon Pay UPI অপশনে গিয়ে সেটিংস বা প্রোফাইল সেকশন খুলুন।
4. সেখানে নতুন সিকিউরিটি বিভাগে বায়োমেট্রিক অথেন্টিকেশন বা এনাবল ফিঙ্গারপ্রিন্ট/ফেস আনলক অপশন দেখতে পাবেন।
5. এবার নিজের বর্তমান UPI PIN দিয়ে কনফার্ম করলেই বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু হয়ে যাবে। প্রথমে ছোট অঙ্কের টাকা পাঠিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.