‘Covid Symptom Tracker’ নামের এই অ্যাপ ব্যবহার করে গবেষকরা দ্রুত সংক্রমণ সঙ্গক্রমণের গতিবেগ কমানোর চেষ্টা করছেন।
করোনাভাইরাসের লক্ষণ খেয়াল রাখতে এল নতুন অ্যাপ। সম্প্রতি ব্রিটিশ গবেষকরা এই অ্যাপ নিয়ে এসেছেন। এই অ্যাপ ব্যবহার করে যে কোন ব্যক্তি নিজের উপসর্গ প্রতিদিন বিজ্ঞানীদের জানাতে পারবেন। নতুন এই রোগের উপসর্গ কীভাবে নিয়মিত পরিবর্তন হয় এই অ্যাপ ব্যবহার করে সেই বিষয়ে বিস্তারে জানা যাবে।
সম্প্রতি ইংল্যান্ডে 5,000 যমজ ও তাদের পরিবারের সদস্যরা পরীক্ষামূলক ভাবে এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন। ‘TwinsUK' নামের একটি গোষ্ঠীর সদস্যরা এই অ্যাপ ব্যবহার করছেন। এই গোষ্ঠীতে প্রায় 15,000 যমজ রয়েছেন। ‘Covid Symptom Tracker' নামের এই অ্যাপ ব্যবহার করে গবেষকরা দ্রুত সংক্রমণ সঙ্গক্রমণের গতিবেগ কমানোর চেষ্টা করছেন। কোন এলাকায় কত তাড়াতাড়ি এই রোগ ছড়িয়ে পড়ছে তা বুঝতেও কাজে আসবে এই অ্যাপ। এছাড়াও উপসর্গ বিশ্লেষণ করে কোন ধরনের রুগীর ঝুঁকি বেশি তাও জানার চেষ্টা চলছে।
করোনায় ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ, বিশ্বব্যাপী হুহু করে বাড়ছে WhatsApp ব্যবহার
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন উপসর্গ জানতে চাওয়া হবে। সেই ব্যক্তির দেহের তাপমাত্রা, ক্লান্তি, কাশি, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণার মতো উপসর্গ হচ্ছে কি না জানতে চাইবে এই অ্যাপ। যে সব ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ দেখা যাবে তাদের বাড়িতে টেস্টিং কিট পাঠিয়ে পরীক্ষা করা হবে।
যমজ ভাই-বোনের শরীরে একই জিন থাকলেও খাবার খাবার, পরিবেশ, জীবনযাত্রার পার্থক্য, আগের অসুখ কীভাবে বিভিন্ন মানুষের উপরে আলাদা প্রভাব ফেলে সেই বিষয়ে আরও বেশি তথ্য খুঁজছেন বিজ্ঞানীরা।
করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাকিংয়ে নতুন অ্যাপ নিয়ে এল কেন্দ্র
এই অ্যাপ থেকে পাওয়া যমজদের তথ্য তথ্য ভবিষ্যতে সংক্রমণ এবং প্রতিরোধের প্রতিক্রিয়া গবেষণায় ব্যবহার হবে। বিজ্ঞানীরা মনে করছেন বিভিন্ন মানুষের মধ্যে কীভাবে COVID 19 আলাদা উপসর্গ নিয়ে আসে তা বুঝতে সাহায্য করবে এই অ্যাপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Athibheekara Kaamukan Is Streaming Online: All You Need to Know About the Malayali Romance Drama
Dhandoraa OTT Release: When, Where to Watch the Telugu Social Drama Movie Online
Cashero Is Streaming Online: Know Where to Watch This South Korean Superhero Series
A Thousand Blows Season 2 OTT Release: Know When, Where to Watch the British Historical Drama