গত সপ্তাহে বিটা ভার্সানে দেখা গিয়েছিল। এবার Files Go অ্যাপের নাম বদলে হল Files by Google। সম্প্রতি এক ব্লগ পোস্টে Google জানিয়েছে এই মুহুর্তে তিন কোটি গ্রাহক কোম্পানির Android ফাইল ম্যানেজার অ্যাপ ব্যবহার করেন। গত বছর ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশে প্রথম এই অ্যাপ লঞ্চ হয়েছিল। ফোনের অপ্রয়জনীয় ফাইল নিজে থেকে ডিলিট করে গ্রাহকের মন জয় করেছিল এই ফাইল ম্যানেজার অ্যাপ।
“গত এক বছরে 3 কোটি গ্রাহক Files Go অ্যাপ ব্যবহার শুরু করেছেন। সারা বিশ্বের মানুষ এই অ্যাপ ব্যবহার করছেন। সব ধরনের মোবাইল গ্রাহকের পছন্দের ফাইল ম্যানেজার হয়ে উঠেছে Files Go।” এক ব্লগ পোস্টে জানিয়েছে Google।
শুরুতে Android Go অপারেটিং সিস্টেম গ্রাহকদের জন্য এই অ্যাপ লঞ্চ হলেও নতুন নামে সব Android গ্রাহকদের জন্য জনপ্রিয় হবে এই অ্যাপ। নাম বদলের সাথেই এই ফাইল ম্যানেজারে যোগ হয়েছে নতুন কোম্পানির মেটিরিয়াল ডিজাইন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন