কিছুদিন আগেই রিয়েল টাইম ডিটেকশান ও স্মার্ট টেক্সট ডিটেকশানের মতো ফিচারগুলি যোগ হয়েছিল Google Lens এ। এবার প্লে স্টোরে আলাদা Google Lens অ্যাপ লঞ্চ হল। এর মাধ্যমে Android ফোনে হোমস্ক্রিন থেকে সরাসরি Google Lens ব্যাবহার করা যাবে। এর আগে Google Assistant আথবা Google Photos থেকে এই ভিসুয়াল অ্যাসিসটেন্ট ব্যাবহার করা যেত। এই মাসের শুরুতেই একাধিক ফোনের ক্যামেরা অ্যাপ এ Google Lens কে যোগ করেছিল কোম্পানি। গত মাসে I/O 2018 এ Asus, BQ, Nokia, LG, Motorola, OnePlus, Sony, TCL, Transsion, ও Xiaomi র ক্যামেরা অ্যাপ এ Google Lens ইন্টিগ্রাশানের কথা জানিয়েছিল ক্যালিফোর্নিয়ার টেক জায়েন্ট।
যদিও Google Lens অ্যাপ এ নতুন কোন ফিচার যোগ হয়েছে বলে জানা যায়নি। আগে Google Assistant আথবা Google Photos যে ফিচারগুলি ব্যাবহার করা যেত সেই একই ফিচার থাকবে নতুন Google Lens অ্যাপ এ। এই অ্যাপ দিয়ে রিয়েল টাইমে যে কোন লেখা ফোনের ক্যামেরা দিয়েই অনুবাদ করা যাবে। এছাড়াও ফোনের ক্যামেরা তাক করে রিয়েল টাইমে জানা যাবে সামনের ল্যান্ডমার্ক বিস্তারিত বিবরণ। নতুন এই অ্যাপ এর ফলে রোজকার জীবনে Google Lens ব্যাবহার আরও সহজ হবে। Android এর হোমস্ক্রিনে এক ট্যাপে খুলে ফেলা যাবে Google Lens। এর আগে একই রকম ফিচার দেখা গয়েছিল LG G7 ThinQ এ।
প্লে স্টোর থেকে Google Lens অ্যাপ ডাউনলোড করে আপনি হোমস্প্রিন থেকে সরাসরি এই এই ভিসুয়াল অ্যাসিসটেন্ট ব্যাবহার করতে পারেন। এর জন্য আপনার ফোনে Android 6.0 বা তার বেশী ভার্সান চলতে হবে। যদিও সব ডিভাইসে এখন সাপোর্ট করবে না Google এর নতুন এই অ্যাপ। যদিও এই বছর মার্চেই অনেক Android ও iOS ডিভাইসে Google Assistant আথবা Google Photos এর মাধ্যমে Google Lens ব্যাবহারের সুবিধা যোগ হয়েছিল। আর এবার থার্ড পার্টি অ্যাপ লঞ্চ করে এই ভিসুয়াল অ্যাসিসটেন্ট এর বাজার আরও বড় করার চেষ্টা করল সিলিকন ভ্যালির কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন