ধীরে ধীরে বিভিন্ন দেশে Google Maps এ এই ফিচার যোগ হচ্ছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক গ্রাহক এই ফিচারের কথা জানিয়েছেন।
নতুন ফিচারে গাড়ি চালানো আরও সহজ হবে
সম্প্রতি একের পর এক আপডেটে Google Maps এ যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। নিঃসন্দেহে বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় নেভিগেশন সার্ভিস এটি। Google এর জনপ্রিয় নেভিগেশন সার্ভিস Waze অধিগ্রহনের পর থেকে Google Maps এ একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে। Waze এর অন্যতম জনপ্রিয় ফিচার অন স্ক্রিন স্পিডোমিটার। এবার Google Maps এ এই ফিচার যোগ হল।
Android Police এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ধীরে ধীরে বিভিন্ন দেশে Google Maps এ এই ফিচার যোগ হচ্ছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক গ্রাহক এই ফিচারের কথা জানিয়েছেন। তবে এই আপডেট সার্ভার থেকে এসেছে কি না জানা যায়নি। শিঘ্রই সব গ্রাহকের কাছে নেভিগেশানের সময় অন-স্ক্রিন নেভিগেশনের ফিচার নিয়ে আসবে Google।
নিজের ফোনে Google Maps ওপেন করে Settings > Navigation Settings থেকে Speedometer অপশন এনেবেল করতে হবে। এখনও এই অপশন দেখতে না পেলে আপনার ফোনে এখনও এই আপডেট পৌঁছায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February
Google Photos App Could Soon Bring New Battery Saving Feature, Suggests APK Teardown