Instagram Lite অ্যাপ ও ডেক্সটপে নোটিফিকেশান দেখা যাবে। আগে শুধুমাত্র Instagram অ্যাপ থেকেই নোটিফিকেশান পাওয়া যেত। এবার থেকে Chrome ব্রাউজার থেকে কম্পিউটার, মোবাইল থেকে Instagram ব্রাউজ করলে নতুন লাইক, কমেন্ট বা ফলোয়ারের নোটিফিকেশান চলে আসবে।
এই সপ্তাহেই কোম্পানি ছেড়েছেন Instagram এর প্রতিষ্ঠাতারা। ইতিমধ্যেই Instagram এ একাধিক বদল আসতে শুরু করল। এবার Instagram Lite অ্যাপ ও ডেক্সটপে নোটিফিকেশান দেখা যাবে।
আগে শুধুমাত্র Instagram অ্যাপ থেকেই নোটিফিকেশান পাওয়া যেত। এবার থেকে Chrome ব্রাউজার থেকে কম্পিউটার, মোবাইল থেকে Instagram ব্রাউজ করলে নতুন লাইক, কমেন্ট বা ফলোয়ারের নোটিফিকেশান চলে আসবে। সম্প্রতি এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। তবে অন্য এক রিপোর্টে জানানো হয়েছে শুধুমাত্র Chrome ব্রাউজার নয়, Safari O Mozilla Firefox ব্রাউজারেও এবার থেকে Instagram ব্যবহারের সময় নোটিফিকেশান পাওয়া যাবে।
তবে শুধু ব্রাউজার নয়, এবার Instagram Lite অ্যাপ থেকেও পাওয়া যাবে নোটিফিকেশান।
সম্প্রতি কোম্পানি ছেড়েছেন কোম্পানির দুই প্রতিষ্ঠাতা। নতুন এই ফিচার লঞ্চের ঠিক এক দিন আগেই কোম্পানিব ছেড়েছিলেন তাঁরা। তাই নতুন নেতৃত্বের অধীনে প্রথম দিনেই নতুন ফিচার লঞ্চ করল Instagram।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Raja Saab OTT Release Reportedly Leaked Online: What You Need to Know Prabhas Starrer Movie
Joto Kando Kolkatatei Now Streaming on Zee 5: Everything You Need to Know About This Bengali Mystery Film Online