Jio Phone এ YouTube অ্যাপ ডাউনলোড করার জন্য ফোন থেকে Jio Store ওপেন করতে হবে। সেখানেই YouTube অ্যাপ দেখতে পাবেন গ্রাহকরা।
আপাতত WhatsApp ব্যবহার করতে পারবেন না Jio Phone গ্রাহকরা
বুধবার Jio Phone এ আসতে চলেছে YouTube অ্যাপ। তবে এখনই WhatsApp ব্যবহারের মজা থেকে বঞ্চিত থাকতে হবে Jio Phone ও Jio Phone 2 গ্রাহকদের। লঞ্চের সময় এই দুই ফোনে 15 অগাস্ট থেকে YouTube ও WhatsApp সাপোর্টের কথা ঘোষনা করেছিলেন মুকেশ আম্বানি। আপাতত শুধু YouTube অ্যাপ ব্যবহার করেই খুশি থাকতে হবে এই দুই ফিচার ফোনের গ্রাহকদের। তবে Jio Phone আর Jio Phone 2 তে WhatsApp লঞ্চ পিছিয়ে গেলেও কবে তা লঞ্চ হবে সেই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। সম্প্রতি Jio Phone এর জন্য Google Assistant ও Google Maps লঞ্চ করেছে Google। এছাড়াও গত ফেব্রুয়ারী মাসে Jio Phone এ Facebook অ্যাপ লঞ্চ হয়েছিল।
আপাতত Jio Phone এ শুধুমাত্র Facebook অ্যাপ ডাউনলোড করা যাবে। বুধবার থেকে YouTube অ্যাপ ডাউনলোড করা যাবে ব্লে জানানো হয়েছে। তবে আপাতত WhatsApp ডাউনলোড করা যাবে না। Jio কে এই বিষয়ে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত Jio-র তরফ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।
Jio Phone এ YouTube অ্যাপ ডাউনলোড করার জন্য ফোন থেকে Jio Store ওপেন করতে হবে। সেখানেই YouTube অ্যাপ দেখতে পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে Android ও iOS এর মতোই Jio Phone এর YouTube অ্যাপ এ একই ধরনের অভিজ্ঞতা পেতে চলেছেন গ্রাহকরা।
কন্ঠস্বরের মাধ্যমে YouTube থেকে ভিডিও খোঁজা যাবে। তবে WhatsApp ব্যবহারের জন্য কি-বোর্ড ব্যবহার করতে হবে গ্রাহককে। Jio দাবি করেছে WhatsApp ও YouTube ব্যবহারের সময় গ্রাহকরা Android ও iOS এর মতোই একই রকমের অভিজ্ঞতা পেতে চলেছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Capcom Reportedly Working on New Dead Rising Game With Frank West as Protagonist
iPhone 17e Tipped to Resemble iPhone 17 With Dynamic Island; Specifications Leaked