ইন্টারনেট ছাড়াই হবে পেমেন্ট, দারুণ সুবিধা আনছে PhonePe, কোন ফোনে মিলবে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 9 জুন 2025 12:33 IST
হাইলাইট
  • PhonePe নতুন UPI পরিষেবা তৈরি করতে Gupshup-এর GSPay প্ল্যাটফর্ম ব্যবহার
  • ফিচার ফোনের জন্য UPI সিস্টেমটি UPI 123Pay-এর উপর ভিত্তি করে তৈরি হবে
  • সাধরণ ফোনের জন্য আগামী কয়েক ত্রৈমাসিকের মধ্যে পরিষেবাটি চালু হবে

ফিচার ফোনের জন্য UPI সার্ভিস আনছে PhonePe

Photo Credit: PhonePe

PhonePe ভারতে নতুন সাধারণ (ফিচার) ফোন ব্যবহারকারীদের জন্য একটি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। আগে ইউপিআই সার্ভিস পেতে গেলে স্মার্টফোন এবং ইন্টারনেট অত্যাবশক ছিল। তবে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে UPI 123PAY টেকনোলজির মাধ্যমে সাধারণ কীপ্যাড ফোনেও টাকা মেটানোর ব্যবস্থাও যোগ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এই প্রযুক্তির উপর নির্ভর করেই ফিচার ফোনের জন্য নতুন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে ফোনপে। তারা এই কাজে Gupshup নামে একটি কোম্পানির GSPay টেক স্ট্যাকের সাহায্য নেবে। লক্ষ্য একটাই, সাধারণ ফোনে বেসিক ইউপিআই ফিচার্সের সুবিধা দেওয়া। তবে এই নতুন উদ্যোগ বাস্তবায়নে কয়েক মাস সময় লাগতে পারে।

PhonePe নতুন ফিচার ফোনের জন্য UPI পরিষেবা আনছে

ফোনপে একটি বিবৃতিতে জানিয়েছে, তারা গাপশাপের নিজস্ব জিএসপে প্রযুক্তি স্ট্যাকের মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিনে নিয়েছে। এখন তারা এই প্ল্যাটফর্মটি কাস্টমাইজ করবে এবং তার উপরে ইউপিআই সলিউশন তৈরি করবে। উল্লেখ্য, গাপশাপ 2023 সালে ফিচার ফোনের জন্য এসএমএস-নির্ভর পেমেন্ট সিস্টেম হিসেবে জিএসপে চালু করেছিল।

ফোনপে উল্লেখ করেছে যে, জিএসপে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) UPI 123Pay পরিষেবা অনুসারে তৈরি করা হয়েছে, যা 2022 সালে তৎকালীন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের হাত ধরে চালু করা হয়েছিল। ফোনপে এই জিএসপে-এর টেকনোলজি স্ট্যাক প্রসারিত করে নিজস্ব ইউপিআই প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

নোটবাতিলের পরেই ভারতে ডিজিটাল মাধ্যমে লেনদেনের যুগ শুরু। কয়েক বছর আগে পর্যন্ত শুধু স্মার্টফোনে ইউপিআই পরিষেবা উপলব্ধ ছিল। কিন্তু বর্তমানে ফিচার ফোনেও টাকা মেটানোর ব্যবস্থা উপলব্ধ। এই ক্ষেত্রে ব্যবহার হয় UPI 123Pay প্রযুক্তি। এটি একটি রিয়েল-টাইম UPI ব্যবস্থা যার জন্য ইন্টারনেট পরিষেবার প্রয়োজন হয় না। ফিচার ফোন এবং প্রান্তিক এলাকায় বসবাসকারী মানুষদের জন্য তৈরি এই প্রযুক্তি মূলত চারটি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে আইভিআর (ইন্টার‍্যাক্টিভ ভয়েস রেসপন্স) নম্বরে কল করা, মিসড কল ভিত্তিক পদ্ধতি, সাউন্ড ভিত্তিক প্রক্সিমিটি পেমেন্ট সিস্টেম এবং সাধারণ ফোনে উপলব্ধ অ্যাপ ভিত্তিক অর্থপ্রদান পরিষেবা।

ফোনপে-র নতুন UPI সিস্টেম P2P পেমেন্ট অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে সরাসরি অর্থ স্থানান্তর এবং অফলাইন QR কোড-ভিত্তিক অর্থপ্রদান সমর্থন করবে। আবার এটি অন্যান্য UPI ব্যবহারকারীদের কাছ থেকে তাদের মোবাইল নম্বরে নিজস্ব QR কোডে অর্থ নেওয়ার সুযোগ দেবে। কোম্পানি জানিয়েছে যে, তাদের লক্ষ্য "ভারতে ফিচার ফোন এবং স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সম্পূর্ণ অর্থপ্রদানের আন্তঃকার্যক্ষমতা" তৈরি করা।"

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PhonePe, UPI, Feature phone, India, Gupshup, GSPay
 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Infinix সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার ফোন আনছে, ডিজাইনে বড় চমক
  2. পড়াশোনা থেকে আঁকাআঁকি, পড়ুয়াদের শেখাতে বাজারে এল Lenovo Idea Tab
  3. Samsung ইউজারদের জন্য সুখবর, এই তারিখে পাবেন Android 16 ও One UI 8 আপডেট
  4. Infinix GT 30 5G+ ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল, সঙ্গে 2,999 টাকার উপহার বিনামূল্যে
  5. 8,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সঙ্গে বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G
  6. অসম্ভবকে সম্ভব করবে চ্যাটজিপিটি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী AI মডেল GPT-5 প্রকাশ করে চমকে দিল OpenAI
  7. Samsung Galaxy A17 5G অবশেষে দুর্দান্ত অ্যামোলেড স্ক্রিন ও 50MP ক্যামেরার সাথে বাজারে এল
  8. Amazon Great Freedom Festival Sale: হেডফোনে 13,000 টাকা ছাড়, কিনুন 2,599 টাকাতেই
  9. সবচেয়ে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন, অবিশ্বাস্য দামে আসছে Poco M7 Plus 5G
  10. ফলোয়ার বৃদ্ধির হাতছানি, Instagram এর নতুন ফিচার্স কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় জ্যাকপট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.