Asphalt 8: Airborne চ্যাম্পিয়ানশিপ লঞ্চ করলো স্মার্টফোন কোম্পানি Realme। নতুন এই প্রতিযোগীতার জান রাখা হয়েছে Realme চ্যাম্পিয়ানশিপ। সারা ভারতের গেমাররা এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন।
গেম ডেভেলপমেন্ট কোম্পানি Gameloft এর সাথে হাত মিলিয়ে Asphalt 8: Airborne চ্যাম্পিয়ানশিপ লঞ্চ করলো স্মার্টফোন কোম্পানি Realme। নতুন এই প্রতিযোগীতার জান রাখা হয়েছে Realme চ্যাম্পিয়ানশিপ। সারা ভারতের গেমাররা এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। বিজয়ী পাবেন 50,000 টাকা আর একটি Realme 2 Pro 8GB স্মার্টফোন। রানার আপ পাবেন 30,000 টাকা আর একটি Realme 2 Pro 6GB স্মার্টফোন। প্রতিযোগীতায় তৃতীয় স্থান অধিকারী পাবেন 20,000 টাকা আর একটি Realme 2 Pro 4GB স্মার্টফোন।
“Gameloft এর সাথে হাত মিলিয়ে নতুন Realme চ্যাম্পিয়ানশিপ শুরু করছি আমরা।” বলে জানিয়েছেন Realme ব্র্যান্ড ডিরেক্টার ফ্রান্সিস ওং। “Realme এর সাথে আমরা আমাগের গেম আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারব বলে আশা।” বলে জানানো হয়েছে Gameloft এর তরফ থেকে।
ইতিমধ্যেই বাজারে এসেছে লেটেস্ট Asphalt 9: Legends গেম। কিন্তু এখনো সব বাজেট ফোনে এই গেম ভালোভাবে চলে না। তবে এর আগেও ভারতে মোবাইল গেম ইভেন্ট হয়েছে। এর আগে Oppo র সাথে হাত মিলিয়ে ভারতে PUBG চ্যাম্পিয়ানশিপ হয়েছিল। নতুন এই Realme চ্যাম্পিয়ানশিপ ভারতে মোবাইল গেমিং আরও জনপ্রিয় করবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lava Play Max Launched in India With Vapour Chamber Cooling, Dimensity 7300 SoC: Price, Specifications