সম্প্রতি রাশিয়া নিষিদ্ধ করেছে এই মেসেজিং অ্যাপ। আর তার পর থেকেই সারা বিশ্বব্যাপী টেলিগ্রামের আপডেট আটকে দিয়েছে অ্যাপেল।
Telegram অ্যাপটি আপডেট হতে বাধা দিচ্ছে অ্যাপেল। সম্প্রতি রাশিয়া নিষিদ্ধ করেছে এই মেসেজিং অ্যাপ। আর তার পর থেকেই সারা বিশ্বব্যাপী টেলিগ্রামের আপডেট আটকে দিয়েছে অ্যাপেল। বৃহষ্পতিবার এমনটাই অভিযোগ করলের টেলিগ্রামের সিইও।
রাশিয়ায় এই মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার প্রতিবাদে মস্কোর সাধারন মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ মিছিলেই রাশিয়ার সাধারন মানুষ সরকারের বিরুদ্ধে গলা মেলান। এই মাসেই শুরুতে মস্কোতে ইন্টারসেট সেন্সারশিপের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। আর টেলিগ্রাম নিষদ্ধ করার জন্যই একজোট হয়েছিলেন রাশিয়ার সাধারন মানুষ।
রাশিয়ার ফেডাড়াল সিকিউরিটি সার্ভিস জানিয়েছেন জঙ্গি হানার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া সবসময় খুব জরুরি। তবে টেলিগ্রাম এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিঘ্রই আদালতের দারস্থ হবে বলে জানা গিয়েছে।
“আমরা গ্রাহকদের মেসেজ ডিক্রিপ্ট করতে দিইনি বলে গোটা রাশিয়া জুড়ে টেলিগ্রাম নিষিদ্ধ হয়েছে। রাশিয়ার সিকিউরিটি এজেন্সির হাতে আমরা এই তথ্য তুলে দিতে অস্বীকার করেছি। আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের গ্রাহকের প্রাইভেসি কখনই অন্য কারও হাতে তুলে দেব না।” নিজের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই কথা জানিয়েছেন রাশিয়ায় সোশাল মিডিয়ার জনক পাভেল দুরভ।
টেলিগ্রামের মোট গ্রাহকের মাত্র 7% রাশিয়ায় আছেন। কিন্তু গোটা বিশ্বেই টেলিগ্রাম অ্যাপ এর আপডেট বন্ধ করে দিয়েছে অ্যাপেল, বলে জানিয়েছেন দুরভ।
“এর ফলেই আমরা 25 মে এর মধ্যে ইউরোপের ডাটা প্রটেকশান ল এর রেগুলেশান মেনে সিকিউরিটি আপডেট করতে পারিনি। এইন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমরা ব্যাবস্থা নিয়েছি।” বলে জানিয়েছেন তিনি।
যদিও এই প্রসঙ্গে এখনো কোন মন্তব্য করেনি অ্যাপেল। প্রসঙ্গত সম্রতি রাশিয়াতে ব্যান হয়েছে সোশাল মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। এই অ্যাপ ডিক্রিপ্ট করে গ্রাহকদের মেসেজ পড়তে না পেরেই এই অ্যাপ কে নিষিদ্ধ ঘোষনা করেছে রাশিয়ার সিকিউরিটি এজেন্সি। এর সাথেই তারা রাশিয়ায় অ্যাপেল কে টেলিগ্রামে নোটিফিকেশান না পাঠানোর নির্দেশ দিয়েছিল। এছাড়াও রাশিয়ায় অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল সেই দেশের সরকার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Introduces Vibe Coding to Its AI Studio, Lets Users Create AI Apps With Text Prompts