সাম্প্রতিকতম আপডেটে Truecaller গ্রাহকরা মোবাইল ডেটা অথবা Wifi ব্যবহার করে বিনামূল্যে হাই কোয়ালিটি কল করতে পারবেন।
Truecaller গ্রাহকরা VoIP কল করতে পারবেন
সম্প্রতি পরীক্ষামুলক ভাবে VoIP পরিষেবা শুরু করেছিল Truecaller। শুরুতে জানা গিয়েছিল শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য এই ফিচার নিয়ে আসছে কোম্পানি। এই পরিষেবা ব্যবহার করে ইন্টারনেট থেকে কল করা যাবে। মঙ্গলবার Truecaller ঘোষনা করেছে ‘Truecaller Voice' নামে এই ফিচার সামনে আসছে। অ্যাপ এর মধ্যেই ভয়েস বাটন থেকে মোবাইল ডেটা অথবা WiFi ব্যবহার করে কল করা যাবে। ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে। আপাতত শুধুমাত্র Android গ্রাহকরাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
সাম্প্রতিকতম আপডেটে Truecaller গ্রাহকরা মোবাইল ডেটা অথবা Wifi ব্যবহার করে বিনামূল্যে হাই কোয়ালিটি কল করতে পারবেন।
গত সপ্তাহে প্রথম এই ফিচার সামনে এসেছিল। তখন অনেকেই বলেছিলেন শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য এই ফিচার আসছে। কোম্পানি জানিয়েছে 10 জুন থেকে এই আপডেট পাঠানো শুরু হয়েছে। ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।
আপনার Android ফোনে এখনও এই ফিচার না পৌঁছালে অধৈর্য হওয়ার কারন নেই। শিঘ্রই VoIP আপডেট পৌঁছে যাবে। এছাড়াও Truecaller জানিয়েছেন শিঘ্রই iOS ডিভাইসেও VoIP ফিচার আসছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Starlink Executive Clarifies: India Pricing Was a 'Glitch', Still Awaiting Launch Approval