VLC মিডিয়া প্লেয়ারে সুরক্ষায় বড় গাফিলতি দেখা গিয়েছে। এই সুযোগে খুব সহজেই হ্যাকাররা ম্যালওয়ার ঢুকিয়ে দিতে পারবে যে কোন কম্পিউটারে। এর ফলে কম্পিউটারে সার্ভিস অ্যাটাক, ফাইল করাপ্ট করে দেওয়া, তথ্য চুরির মতো কাজ করতে পারবে হ্যাকাররা।
সুরক্ষায় গাফিলতির কথা স্বীকার করেছে VLC সফটওয়্যারের ডেভেলপার VideoLAN।
সম্প্রতি বিশ্বব্যাপী 300 কোটির বেশি ডাউনলোডের খবর জানিয়েছিল জনপ্রিয় ওপেন সোর্স ভিডিও স্ট্রিমিং অ্যাপ VLC। তবে সেই সাফল্যের কয়েক দিনের মধ্যেই কোম্পানির ভুল কারনে শিরোনামে এল এই সফটওয়্যার। সম্প্রতি VLC মিডিয়া প্লেয়ারে সুরক্ষায় বড় গাফিলতি দেখা গিয়েছে। এই সুযোগে খুব সহজেই হ্যাকাররা ম্যালওয়ার ঢুকিয়ে দিতে পারবে যে কোন কম্পিউটারে। এর ফলে কম্পিউটারে সার্ভিস অ্যাটাক, ফাইল করাপ্ট করে দেওয়া, তথ্য চুরির মতো কাজ করতে পারবে হ্যাকাররা। তবে এই সুরক্ষার গাফিলতি ব্যবহার করে এখনও কোন হ্যাকার এই ধরনের কাজ করেচধে কী না জানা যায়নি।
CERT-Bund এ প্রথম VLC তে এই সুরক্ষা গাফিলতির খবর সামনে এসেছে। এই রিপোর্টে VLC ব্যবহার করে একটি কম্পিউটারে খুব সহজেই তথ্য চুরি করেছেন সুরক্ষা বিশেষজ্ঞরা। তবে এখনও এই গাফিলতি হ্যাকাররা কাজে লাগিয়েছে কী না জানা যায়নি। তবে Windows, UNIX আর Linux অপারেটিং সিস্টেমের VLC তে এই সুরক্ষা গাফিলতি দেখা গিয়েছে। MacOS এ এখনও VLC তে এই সমস্যা খুঁজে পাওয়া যায়নি।
ইতিমধ্যেই এই সমস্যার কথা স্বীকার করেছে VLC সফটওয়্যারের ডেভেলপার VideoLAN। ডেভেলপার জানিয়েছেন ইতিমধ্যেই এই সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে। 60 শতাংশ এগিয়েছে সেই কাজ। এছাড়াও সম্প্রতি বারবার VLC প্লেয়ার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। সেই সমস্যার সমাধানেও কাজ চলছে। শিঘ্রই আপডেট পাঠিয়ে VLC প্লেয়ারে এই সুরক্ষা সমস্যার সমাধান করবে VideoLAN। ততদিন পাঠকদের অন্য ভিডিও প্লেয়ার ব্যবহারের পরামর্শ দেবো আমরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces