ভুল বা ভুয়ো তথ্য ছড়ানো WhatsApp অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অন্যতম কারণ
WhatsApp এক মাসেই প্রায় 1 কোটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করার কথা জানিয়েছে। 2021 সালের তথ্যপ্রযুক্তি আইন মেনে চলতি বছরের জুন মাসে 98 লক্ষেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সমাজমাধ্যম প্ল্যাটফর্মটি। মেসেজিং অ্যাপটির নিয়মাবলী লঙ্ঘন করার প্রমাণ হাতে পেয়েই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই 98.70 লক্ষ অ্যাকাউন্টের মধ্যে 19.79 লক্ষ নম্বরের বিরুদ্ধে কোনও রিপোর্ট বা অভিযোগ আসেনি। তা সত্ত্বেও সেই ফোন নম্বরগুলি স্বতঃপ্রণোদিত ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও, ব্যবহারকারীদের কাছ থেকে 25,596টি অভিযোগ এসেছে। সেগুলো পর্যালোচনা করার পর 1,001টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
1,001টি রিপোর্টের মধ্যে কিছু অ্যাকাউন্ট নিষিদ্ধ করা সম্পর্কিত ছিল এবং অন্যগুলির আবেদন ছিল বন্ধ হওয়া অ্যাকাউন্ট চালু করা নিয়ে। সংস্থা সূত্রে খবর, 16,069টি অভিযোগ নিষেধাজ্ঞা পুর্নবিবেচনা সম্পর্কিত ছিল। এর ভিত্তিতে 756টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অন্যান্য অভিযোগগুলি ছিল অ্যাকাউন্ট সহায়তা, পণ্য সম্পর্কিত সমস্যা, এবং নিরাপত্তা বিষয়ক।
একাধিক কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপর শাস্তির খাঁড়া নেমে আসতে পারে। প্রথমেই স্প্যাম চিহ্নিত করা নম্বরগুলি পর্যালোচনা করে মেসেজিং প্ল্যাটফর্মটি। এছাড়াও, সন্দেহজনক অ্যাকাউন্টে নজরদারি চালায় হোয়াটসঅ্যাপের নিজস্ব অটোমেটিক সিস্টেম। ভুল বা ভুয়ো তথ্য শেয়ার করা, প্রতারণামূলক কার্যকলাপ, প্রচুর অচেনা নম্বরে একসঙ্গে গাদাগুচ্ছের মেসেজ পাঠানো, অনুমতি ছাড়া বারবার কাউকে গ্রুপে যুক্ত করা, বেশি ফরওয়ার্ডেড মেসেজ পাঠানো, আপত্তিকর অথবা ক্ষতিকারক কনটেন্ট শেয়ার, ইত্যাদি অ্যাকাউন্ট ব্লক হওয়ার কারণ হতে পারে।
হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় কিছু সহজ বিষয় খেয়াল রাখলেই অ্যাকাউন্ট ব্লক হওয়া আটকানো যাবে। বন্ধুত্ব পাতানোর ছলে অপরিচিত নম্বরে চ্যাট শুরু না করাই বুদ্ধিমানের কাজ। একইসঙ্গে, অনেক নম্বরে একসঙ্গে প্রচুর মেসেজ পাঠালে তা হোয়াটসঅ্যাপের নজরে আসার সম্ভাবনা থাকে। এছাড়া, ভুয়ো তথ্য ছড়ানো বা অশালীন বার্তা পাঠানোর ঘটনা ঘটলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। তাই আজ থেকেই সতর্ক হোন।
উল্লেখ্য, WhatsApp অ্যাপে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। তাদের মালিকানাধীন ফেসবুক বিপুল মুনাফা কামায় বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে। সে দিক থেকে এত বছর ব্যতীক্রম ছিল হোয়াটসঅ্যাপ। তবে সংস্থাটি নিশ্চিত করেছে, চ্যাটের মাঝখানে বিজ্ঞাপন আসলে না। বিজ্ঞাপনগুলি কেবল আপডেট ট্যাবে প্রদর্শিত হবে, যেখানে কোনও ব্যক্তিগত চ্যাট থাকবে না। এছাড়া, জনপ্রিয় মেজেসিং প্ল্যাটফর্মটি Message Summaries বা বার্তার সারসংক্ষেপ নামে একটি ফিচার চালু করতে চলেছে। এটি ইনবক্সে জমে থাকা মেসেজের বিষয়বস্তুর সারাংশ ব্যবহারকারীকে দেখাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.