এতদিন WhatsApp চ্যাটে কোনও লিঙ্কে ট্যাপ করলে ফোনের ডিফল্ট ব্রাউজারে তা ওপেন হত। সেই দিন শেষ হতে চলেছে। WhatsApp বিটা আপডেটে নতুন ফিচারে মেসেজিং অ্যাপ এর সাথে নিজস্ব ব্রাউজার থাকছে। মেসেজে আসা যে কোনও লিঙ্ক এবার থেকে এই ব্রাউজার ব্যবহার করেই ওপেন করা যাবে।
WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে WhatsApp বিটা ভার্সান 2.19.74 এ যে কোন চ্যাটের লিঙ্কে ক্লিক করলে WhatsApp এর মধ্যে যোগ হওয়া ব্রাউজারে লিঙ্ক ওপেন হবে।
এই রিপোর্টে জানানো হয়েছে, “এই ব্রাউজার ব্যবহার করার সময় গ্রাহকের সার্চ হিস্ট্রি WhatsApp বা Facebook সেভ করবে না। অ্যাড্রয়েড অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ইন্টারফেস (API) ব্যবহারের জন্য সিউরক্ষিত থাকবে গ্রাহকের ব্রাউজিং।”
ছবি: WaBetaInfo
এই ব্রাউজারে স্ক্রিনশট নেওয়ার অপশান বন্ধ করে রেখেছে WhatsApp। এই সিদ্ধানেত কারন জানা যায়নি। ভবিষ্যতে এই ফিচারে বদল আসবে কি না তাও জানা যায়নি।
এখনও পরীক্ষামুলক স্তরে রয়েছে WhatsApp –এর ব্রাউজার। তাই স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন