বহু প্রতীক্ষার পরে অবশেষে লঞ্চ হল WhatsApp এর গ্রুপ ভিডিও কল ফিচার। WhatsApp এর লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচার লঞ্চ করেছে কোম্পানি। WhatsApp v2.18.192 ভার্সানে নতুন এই ফিচার যোগ হয়েছে।
বহু প্রতীক্ষার পরে অবশেষে লঞ্চ হল WhatsApp এর গ্রুপ ভিডিও কল ফিচার। WhatsApp এর লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচার লঞ্চ করেছে কোম্পানি। WhatsApp v2.18.192 ভার্সানে নতুন এই ফিচার যোগ হয়েছে। মাস খানেক আগে নির্বাচিত কিছু Android ও iOS বিটা ইউজারের কাছে এই ফিচার পৌঁছেছিল। এছাড়াও Windows Phone এও এই ফিচার পৌঁছেছে বলে শোনা যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই WhatsApp এর স্টেবল ভার্সানেও গ্রুপ ভিডিও কল ফিচার চলে আসবে বলে মনে করা হচ্ছে।
আগেই জানানো হয়েছে Android বিটা ভার্সানে নতুন এই গ্রুপ ভিডিও কলিং এর ফিচার যোগ হয়েছে। এই ভার্সানের সব ইউজারের কাছেই এই ফিচার পৌঁছে গিয়েছে। এই ফিচার ব্যবহারের জন্য প্রথমে একটি স্বাধারন ভিডিও কল দিয়ে শুরু করতে হবে। প্রথম ব্যাক্তি আপনার ভিডিও কলের উত্তর দিলে ডানদিকে উপরে এই চ্যাটে আরও বন্ধুকে ঢোকানোর অপশান চলে আসবে। ডানদিকে উপরে এই অপশানে ট্যাপ করলে আপনার কনট্যাক্ট লিস্ট খুলে যাবে। এইবার যাকে এপনি এই গ্রুপ ভিডিও কলে যোগ করতে চান তার কনট্যাক্ট সিলেক্ট করতে হবে। এই ভাবে এক এক করে মোট চার জনকে গ্রুপ ভিডিও কলে যোগ করা যাবে।
আপাতত বিটা টেস্টিং এ রয়েছে নতুন এই ফিচার। আর স্টেবেল রিলিজের আগেই এই ফিচার ব্যবহার করতে চাইলে গুগল প্লে তে WhatsApp বিটা প্রোগ্রামে নিজের নাম লেখান, অথবা APK Mirror থেকে এই ভার্সানের ফাইলটি ডাউনলোড করে নিজের অ্যানড্রয়েডে ইন্সটল করে নিন।
আপাতত iOS ব্যাবহারকারীরা শুধুমাত্র এই গ্রুপ কলিং এ যোগ দিতে পারবেন। এই গ্রুপে নতুন ব্যাক্রি যোগ করতে হলে শুধুমাত্র Android এ WhatsApp বিটা ভার্সান থেকেই তা করা যাবে। যদিও আর কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার WhatsApp এর স্টেবেল ভার্সানেও চলে আসবে।
প্রসঙ্গত এই ফিচার প্রথম নজরে আসে গত বছর অক্টবর মাসে। তবে এই বছর মে মাসে ডেভেলপার কনফারেন্সে প্রথম এই ফিচার বিশ্বের সামনে তুলে ধরেছিল ফেসবুক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find N5, Find X8 Series, and Reno 14 Models to Get ColorOS 16 Update in November: Release Schedule